নাটোর প্রতিবেদক, ০৪ অক্টোবর :
যুদ্ধাপরাধীদের বিচার দ্রূত শেষ করতে দেশের ৭টি বিভাগে বিভাগীয় আনত্মজর্াতিক ট্রাইব্যুনাল স্থাপনের দাবি করেছেন ঘাতক দালাল নিমর্ূল কমিটি৷ একই সাথে চট্টগ্রামে বৌদ্ধ বিহার ও বড়ুয়া জনপদে হামলার ঘটনায় জড়িতদের গ্রফতার সহ বিচার দাবী করা হয়৷ বৃহস্পতিবার নাটোরে অনুষ্ঠিত ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সভায় এই দাবী জানানো হয়েছে৷
স্থানীয় দৈনিক উত্তরবঙ্গ বাতর্া পত্রিকা অফিসে ঘাতক দালাল নিমর্ূল কমিটি নাটোর শাখার সভাপতি উমা চৌধুরী জলির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বায়েজিদ আক্কাস৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঘাদানিক কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক অসিত সিংহ রায়,নাটোর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা, ছাত্রনেতা সফিউল আযম স্বপন, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ৷ বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে একটি মহল আদাজল খেয়ে মাঠে নেমেছে৷ চট্টগ্রামে বৌদ্ধ বিহার ও বড়ুয়া জনপদে হামলার ঘটনা পরিকলনারই অংশ৷
সম্পদনা আলীরাজ/ আরিফ নিউজরুম