সিলেট সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, আহত ২৫

0
306
Print Friendly, PDF & Email

সিলেট প্রতিবেদক,০৫ অক্টোবর:
ঢাকা-সিলেট মহাসড়কের দণি সুরমা উপজেলার তেতলিবাজার এলাকায় যাত্রীবাহি বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ১০ জনসহ ১৩ জন নিহত এবং কমপৰে ২০ জন আহত হয়েছেন৷
নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে৷ তাদের বাড়ি সিলেটের দণি সুরমা উপজেলার কামাল বাজার এলাকায়৷ এ ঘটনায় স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিােভ কর৷ পরে পুলিশ পরিস্থিতি শানত্ম করে৷
জানা গেছে, নিহতরা একটি হত্যা মামলার জামিন নিয়ে রাতে ট্রেনে করে ঢাকা থেকে সিলেট পৌছায়৷ এরপর সিলেট রেল স্টেশন থেকে মাইক্রোবাসে করে তারা আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন৷ এসময় গ্রামীণ পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে একই পরিবারের ১০জন সহ ১৩জন নিহত হয়৷ নিহতরা হলেন- ওয়ারিস মিয়া (৬০), তার স্ত্রী পিয়ারা বেগম (৫৩), তাদের বড় ছেলে বাবুল মিয়া (৪০), বাবুল মিয়ার স্ত্রী হাজেরা বেগম (২৮), ওয়ারিস মিয়ার মেয়ে সুফিয়া বেগম (২৫), মেয়ের স্বামী আব্দুল করিম (৩২), ওয়ারিস মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী রাজিয়া বেগম (৫০), শ্যালক রফিক মিয়া (৩২), নাতি আল আমিন (১০) ও সালমা (৯), দণি সুরমার চৌধুরী গাঁওয়ের মাইক্রোবাস চালক হিরণ মিয়া (২৫), একই গ্রামের জামাল উদ্দিন (৩০) ও ফাতেমা (৭)৷
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ নিউজরম্নম

শেয়ার করুন