প্রথম বাউল মেলা ওয়াশিংটনে

0
253
Print Friendly, PDF & Email

রূপসীবাংলানিউজ ডেস্ক ০৫ অক্টোবর:
আগামী ১৩ অক্টোবর ওয়াশিংটনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাউল মেলা৷ দেশের ও প্রবাসের জনপ্রিয় বাউল শিল্পীদের সঙ্গে মেলার একই মঞ্চে পরিবেশিত হবে আমেরিকান কান্টি মিউজিক ৷
বাংলাদেশ দূতাবাসের কালচারাল উইং এবং ওয়াশিংটন প্রবাসের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফেন্ডস অ্যান্ড ফ্যামেলীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বাউল মেলা সিলভান থিয়েটার, ওয়াশিংটন মনুমেন্টের সঙ্গে (১৫ ষ্ট্রীট এবং ইন্ডিপেন্ডেন এভিনিউ এর কনর্ারে) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যনত্ম চলবে৷ বাউল মেলায় বাংলাদেশ থেকে অংশ নিবেন জনপ্রিয় বাউলশিলী শফি মন্ডল, দশারথ দাস ও জালাল আহমেদ৷ এছাড়া মনপুরা ছবির বিখ্যাত “সোনার ও পালংকের ঘরে” গানের বিখ্যাত বাউল শিলী চন্দনা মজুমদারও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে৷ সেইসঙ্গে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন ওয়াশিংটন এরিয়ার বিখ্যাত কান্ট্রি মিউজিক ব্যান্ড “সাউথ বে”৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের৷ অনুষ্ঠান সংক্রানত্ম বিসত্মারিত তথ্যের জন্য দূতাবাসের ফাষ্ট সেক্রেটারী নিরুপম দেবনাথ ২০২-২৪৪-৩৬৫৮, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামেলীর আবু রুমি ৭০৩-৮৬১-১৬০৬ ও আক্তার হোসাইন ৭০৩-৩৮৯-৬৭৮৯ ‘র সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে৷
সম্পাদনা আলীরাজ/ আরিফ নিউজরম্নম

শেয়ার করুন