-মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
নওগাঁ প্রতিবেদক, ০৪অক্টোবর:
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড.শিরিন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার ুধা, দারিদ্র ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে প্রতিশ্রতিবদ্ধ৷ দেশের দারিদ্রতা বিমোচনে আর্থ সামাজিক উন্নয়নে সরকারের এ কর্মসূচী ইতিমধ্যেই ব্যাপক সাড়া জাগাতে সম হয়েছে৷ তিনি বলেন,দেশের অর্ধেক যেহেতু নারী তাই নারীদের আর্থ সামাজিক উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে৷ এ জন্য বর্তমান সরকার দেশের অতিদরিদ্র কর্মােম নারী ও প্রানত্মিক চাষীদের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় মাসিক ভাতা দেয়ার ব্যবস্থা করেছে৷ তিনি এসব ভাতা নিয়ে প্রশিনের মাধ্যমে দেশের দারিদ্রতা বিমোচনে সহায়ক ভূমিকা পালনের জন্য উপকার ভোগীদের প্রতি আহবান জানান৷
বুধবার নওগাঁর আত্রাইয়ে ফুড এন্ড লাইভলিহুড সিকিউরিটি প্রকল্পের (এফএলএস) উপকারভোগীদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড.শিরিন শারমিন চৌধুরী এমপি উপরোক্ত কথা বলেন৷ আত্রাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক ড. মোছাম্মাত্ নাজমানারা খানুম৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত উইলিয়াম হান্না, মিসেস উইলিয়াম হান্না, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইসরাফিল আলম এমপি, নওগাঁ ও জয়পুরহাট সংরতি আসনের সংসদ সদস্য বেগম শাহিন মনোয়ারা হক,মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ হোসেন৷ স্বাগত বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সোবহান৷ অন্যান্যের মধ্যেনওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, এনজিও সংস্থা ভার্কের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হালিম, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা উপকারভোগী সদস্য জামাল শেখ, জাহেদা বিবি প্রমুখ বক্তব্য রাখেন৷
উল্লেখ্য যে, অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের ১ হাজার ৮শ জন মহিলা ও ১ হাজার ৮০জন প্রানত্মিক বর্গাচাষীদের মাঝে ৪০ লাখ ৩২ হাজার টাকা প্রদান করা হয়৷ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ইসরাফিল আলম এমপি বলেন, বিগত দিনে যারা রাষ্ট্র মতায় ছিল তারা এলাকার কোন উন্নয়ন করেনি৷ তারা আত্রাই- রাণীনগরকে রক্তাক্ত জনপদ বানিয়েছিল৷ সন্ত্রাস আর জঙ্গীবাদ লালন করে এরাকার মানুষকে অসানত্ম করে তুলে ছিল৷ বর্তমানে এই জনপদ এখন শানত্মির জনপদে পরিনত হয়েছে৷
আপলোড ৪ অক্টোবর ২০১২, নাটোর প্রতিবেদক: সম্পাদনা আলীরাজ/ আরিফ নিউজরুম