নাটোর প্রতিবেদক,০৪অক্টোবর:
নাটোরের বড়াইগ্রামে ৪ রাউন্ড গুলি ভর্তি বিদেশী পিসত্মল সহ এক যুবককে আটক করেছে র্যাব-৫৷ এসময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়৷ বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন ওয়াসিম নামে ওই যুবককে অস্ত্রসহ বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ বাজার থেকে আটক করা হয়েছে৷ র্যাব সুত্র জানায়, র্যাব-৫ এর সদস্য ক্রেতা সেজে অস্ত্র্র বিক্রেতা নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ি গ্রামের চাঁদ আলীর ছেলে আনোয়ার হোসেন ওয়াসিমের সঙ্গে যোগাযোগ করে৷ তার দেওয়া ঠিকানা অনুযায়ী বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ বাজারে যায় র্যাব সদস্য৷ অস্ত্র্র কেনাবেচার সময় সাদা পোশাকধারী র্যাবের অন্য সদস্যরা অস্ত্র্র বিক্রেতা আনোয়ার হোসেন ওয়াসিমকে ১টি বিদেশী পিসত্মল,৪রাউন্ড গুলি ভর্তি ১টি ম্যাগজিন সহ আটক করে৷
আপলোড ৪ অক্টোবর ২০১২, নাটোর প্রতিবেদক: সম্পাদনা আলীরাজ/ আরিফ নিউজরুম