নওগাঁর ধামইরহাটে কসাই খানা না থাকায় পরিবেশ দূষিত

0
338
Print Friendly, PDF & Email

নওগাঁ প্রতিবেদক: নওগাঁর ধামইরহাট উপজেলা শহরসহ অন্যান্য হাট-বাজারগুলোতে কোন কসাইখানা না থাকায় জবাইকৃত পশুগুলোর পরিত্যাক্ত রক্ত ও গোশত বা বজর্্য পদার্থ দ্বারা পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে৷ জানা গেছে, উপজেলা সদরস্থ হাট ও বাজার,থানার সামনে,হরিতকীডাঙ্গা,মঙ্গলবাড়ী,ইসবপুর,আমাইতাড়া মোড়,রাঙ্গামাটি,আগ্রাদ্বিগুন,খেলনা,পলাশবাড়ী,ফতেপুর,ফার্শিপাড়া,বড়থা,বীরগ্রাম,পাগল দেওয়ান হাটগুলোতে মাছ, গোশত বিক্রির স্থানগুলো পাকাকরণের অভাবে নোংরা স্থানে পশু জবাই ও গোশত বিক্রি করা হচ্ছে৷ এসব হাট বাজারগুলোতে কোন প্রকার পাকা কসাই খানা না থাকায় ওই সব এলাকার রাসত্মার পার্শে বা নির্জন স্থানে খোলা আকাশের নিচে পশু জবাই করা হচ্ছে৷ এর ফলে ওই সব এলাকার পরিবেশ মারাত্মকভাবে দুষিত হচ্ছে৷ এছাড়া এলাকাবাসী অভিযোগ করেন অধিকাংশ পশুই কোন পরীা নিরীা ছাড়া জবাই করা হচ্ছে৷ সরকার প্রতি বছর এসব হাট বাজার থেকে ল ল টাকা রাজস্ব আদায় করলেও ঐস্থানগুলোতে নির্ধারিত কোন পাকা কসাইখানা নিমর্াণ না করায় পশুর রক্ত বর্জ্য প্রাকৃতিক পরিবেশ কে মারাত্মকভাবে দূষণ করছে৷ এব্যাপারে সংশিষ্ট উর্দ্ধতন কর্তৃপরে প্রয়োজনীয় পদপে নেয়া জরম্নরী বলে অভিজ্ঞ মহল মত পোষণ করেছেন৷
আপলোড ২অক্টোবর, ১২ প্রতিবেদক মোফাজ্জল হোসেন, সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন