নওগাঁ প্রতিবেদক: নওগাঁয় শ্রমিক নেতা শফিকের মুক্তির দাবিতে দুই ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে জেলা ট্রাক-ট্রাঙ্ক লরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন৷ মঙ্গলবার বেলা ১২ টা থেকে শ্রমিকরা শহরের পার নওগাঁ বয়েজহোম এলাকায় মেইন সড়কের উপর গাছের গুড়ি, ব্রেঞ্চ ও টেবিল চেয়ার রেখে সড়ক অবরোধ করে রাখে৷ অবরোধ কারীরা জানায়, অন্য একটি শ্রমিক সংগঠনের দায়ের করা মিথ্যা মামলায় কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা শফিককে আটক করে৷
তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাওয়ার কথাও বলেন শ্রমিক নেতারা৷ দুপুর ২ টার দিকে পুলিশ অবরোধ স্থলে গিয়ে শফিকের মুক্তির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়৷ এদিকে সড়ক অবরোধের ফলে শত-শত যানবাহন আটকা পড়ায় চরম দূভোর্গে পড়ে সাধারন মানুষ৷
আপলোড ২অক্টোবর, ১২ প্রতিবেদক মোফাজ্জল হোসেন, সম্পাদনা আলীরাজ/ আরিফ