নওগাঁ আদালতের আদেশ উপো করে জমি জবর দখলের অভিযোগ

0
277
Print Friendly, PDF & Email

নওগাঁ প্রতিবেদক: আদালতে মামলা বিচারাধীন থাকা সত্বেও নওগাঁ শহরের কোমাইগাড়ী মহল্লায় নালিশী সম্পত্তি জবর দখলের অভিযোগ এনে মানববন্ধন পালন করেছে ভূক্তভোগী এলাকাবাসীরা৷ মঙ্গলবার বেলা ১১ টা থেকে শহরের আদালত চত্বরের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে ঘন্টাকাল ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়৷ মানব বন্ধনে এলাকার ভূক্তভোগী নারী-পুরম্নষ অংশ নেন৷ ভূক্তভোগীরা বলেন, তাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিটি দীর্ঘদিন যাবত ভোগ-দখল করে আসছেন৷ পরবতর্ীতে ওই সম্পত্তি নিয়ে স্থানীয় প্রভাবশালী আতাউর রহমান গংদের সাথে বিরোধ শুরম্ন হলে কোমাইগাড়ী মহলস্নার সেকেন্দার আলী বাদি হয়ে নওগাঁ সহকারী জজ আদালতে পৌর মেয়রসহ ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন৷ মামলা নম্বর ৩৬৭/১১ অঃপ্রঃ৷ ওই জমিটির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হলে আদালত ১৫ দিনের কারন দর্শানের আদেশ দেয়৷ তারা আরও বলেন, এরপরও আদালতের আদেশ অমান্য করে গত ১ অক্টোবর পৌরসভা কর্তৃপ আতাউর রহমান গংদের প নিয়ে জমির স্থাপনা উচ্ছেদ করে রাতারাতি পাকা ঘর নির্মানের সুযোগ করে দেয়৷ এতে তারা অসহায় হয়ে পরায় মানব বন্ধন কর্মসূচী শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারক লিপি দেয়৷ এ বিষয়ে আতাউর রহমান জানান, তিনি ক্রয় সূত্রে ওই জমির বর্তমান মালিক৷ ইতিপূর্বে জমিতে ঘর নির্মান করতে গেলে মোহাম্মদ আলী গং বাধা দেয়৷ এ বিষয়ে পৌর সভায় অভিযোগ হলে জমির মালিকানার সত্যতা যাচাইয়ের জন্য পৌরসভা উভয় পকে কয়েক দফা নোটিশ দিয়ে ডাকলেও প্রতিপরা আসেনি৷ পরে অভিযোগের আদেশনামা প্রদান পূর্বক গত সোমবার জমির দখল বুঝিয়ে দেন৷ এ বিষয়ে নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র (১) আব্দুল ওয়াহাব জানান, উক্ত সম্পত্তির বিষয়ে আদালতে মামলা বিচারাধীন আছে তার জানা নেই৷ জমির বিভিন্ন কাগজপত্র দেখে ও তদন্ত করে জমির উপর অবৈধ স্থাপনা ভেঙ্গে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে৷ আপলোড ২অক্টোবর, ১২ প্রতিবেদক মোফাজ্জল হোসেন, সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন