সময় কইরা দেখতে আইসো

0
313
Print Friendly, PDF & Email

লতিফ মাহমুদ
শস্য ভান্ডার সিংড়া,
পুকুর ভরা মাছ আছে
ধানে গোলা ভরা \\
মানচিত্রে দেইখো সিংড়ার
আকার আয়তন,
চায়ের ষ্টলে নাসত্মা খাও
সিংগারাটা যেমন,
জ্ঞানী গুনী সিংগারা থেকে
নাম রাখিল সিংড়া \\
সিংড়া থানা নাটোর জেলায়
রাজশাহী ডিভিশন,
সাড়ে চারশ গ্রাম সিংড়ায়
বারোটা ইউনিয়ন,
চার ল লোকের বাস
আছে হিসাব করা \\
সিংড়া এলে দেখতে পাবে
সেইযে চলনবিল,
নদীর মতো বয়রে স্রোত
করে ঝিলমিল,
আরো আছে কলম গ্রাম
নবদ্বীপ কই আমরা \\
চলনবিলের মাঝে আছে
সাধক পীরের মাজার
কতো লোকে শিরনী দেয়
পাইতে তাহার দিদার,
মেলা বসায় চৈতি চান্দে
ভক্ত আছে যারা \\

শেয়ার করুন