বাবা ঘাসি দেওয়ান

0
255
Print Friendly, PDF & Email

লতিফ মাহমুদ
শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম,
বাবা ঘাসি দেওয়ান,
আলাহর ওলি, পীরে কামেল,
তোমারে জানাই সন্মান \\
জন্মিলা আরবে, খোদার আদেশে,
আইলা বাংলাদেশে,
ঘোষের বাড়ীতে, রাখাল হলে,
এক পয়সা বেতন মাসে,
চোখের পলকে, নৌকাভরে ঘাসকেটে,
হলে ঘাসি দেওয়ান \\
চলনবিল, পারাপার, অসাধ্য ছিল,
পাকা মাঝি মালার,
হয়ে আকরাম, দিয়ে আলারে ছালাম,
করে দিতে পাড়,
চড়াইতে গরম্নলয়ে রাখালের দল,
করতে খোদার জয়গান \\
শিষ্য লয়ে শুয়ে, আছো মহা সুখে,
তিশিখালিতে,
বসে মিলন মেলা, চৈতি চাঁদের,
অষ্টমী রাতে,
মান্ত দেয়, তোমার মাজারে,
যত হিন্দু মুসলমান \\

শেয়ার করুন