নাটোর প্রতিবেদক:
মঙ্গলবার নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে এতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ সিংড়া উপজেলা ক্রীড়া সংস্থা এই নৌকা বাইচের আয়োজন করে৷ এই নৌকা বাইচ প্রতিযোগীতায় বগুড়া,সিরাজগঞ্জ,পাবনা,নাটোর সহ চলনবিল অঞ্চলের মালস্নাা-মাঝিরা অংশ নেয়৷ এবার সোনার তরী,সোনার বাংলা,দয়ার সাগর,মায়ের দোয়া,শেরে বাংলা,একতা এঙ্প্রেস,নাইন স্টার,বিসমিলস্নাহ,পাগলা বাবা ও সোনার মদিনা নামে ১০ টি নৌকা প্রতিযোগীতায় অংশ নেয়৷ বিকেল ৩ টা থেকে প্রতিযোগীতা শুরম্ন হয়৷ আত্রাই নদীর সিংড়া দহ থেকে কতুয়াবাড়ি পর্যনত্ম প্রায় ২ কিলোমিটার এই নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়৷ এই নৌকা বাইচ দেখতে সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ সিংড়ায় আসতে থাকে৷ অনেকেই সকাল থেকেই নদীর দু’পাড়ে অবস্থান নেয়৷ নৌকা বাইচ উপল েস্থানীয়রা মেয়ে-জামাতা সহ আত্মীয়- স্বজনদের দাওয়াত করে নিয়ে আসে৷ দুপুরের পর থেকে নদীর দু’পারে মানুষের ঢল নামে৷ সিংড়া সেতুতেও তিল ধারনের জায়গা খালি ছিলনা৷ অনেকেই নদী তীরের পাকা বাড়ির ছাদে এবং গাছে উঠে নৌকা বাইচ উপভোগ করেন৷ প্রতিযোগীতার চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার আপ দলকে ২১ ইঞ্চি রঙিন টিভি এবং অংশগ্রহণকারী প্রত্যেক দলকে পুরস্কৃত করা হয়৷
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন নাটোর- ৩ সিংড়া আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক ৷ উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান খানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আকবর হোসেন সরকার প্রমুখ৷
আপলোড ২অক্টোবর ১২, প্রতিবেদক নাটোর: সম্পাদনা আলীরাজ/ আরিফ