মোঃ রাকিবুল ইসলাম,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের এসএসসি ২০০৯ ও এইচএসসি-২০১১ সালের ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার বেলা ৩টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে কৃতি ছাত্র-ছাত্রীদের মিলন মেলা ঘটে৷ টিএমএসএস কলেজের মেডিক্যালের বিভাগের ছাত্র ও কৃতি প্রাক্তন ছাত্র সনদ কুমার ঘোষের উপস্থাপনায় আয়োজিত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু৷
এসময় আরও বক্তব্য রাখেন,অবসর প্রাপ্ত শিক্ষক বাহার উদ্দিন,সিনিয়র শিক্ষক আফসার উদ্দিন,শফিকুল কবির,সঞ্জয় কুমার,বিজয় কুমার চক্রবতর্ী,নুরুন্নবী৷ ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন,রুয়েটের ছাত্র সালাউদ্দিন আহমেদ,রাশেদুল ইসলাম, আওয়াল হোসেন,হাফিজুর রহমান,এফ,কে ফাহাদ,শীলা মনি৷ এর আগে অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত করেন,রাশেদুল ইসলাম,গীতা পাঠ করেন,বিপুল সরকার৷
এ সময় উপস্থিত ছিলেন,প্রাক্তন শিক্ষার্থী মহাইমিনুল হক,রানা,নাজমুল,সুজন কুমার,শিবলী সাদিক,বাঁধন,রাকিব.রাকা প্রমূখ৷
সম্পদনায়,আরিফ