—-এমপি গোপাল
নয়ন, দিনাজপুরঃ
দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেছেন, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীরা বিশ্বের দরবারে দেশের ভাবমুর্তি নষ্ট করাবার লক্ষ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে প্রস্ত্তত থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আওয়ামী সরকারের ধারাবাহিক উন্নয়নে ঈর্ষানিত হয়ে চট্টগ্রামের রামু, উখিয়া ও চিরিরবন্দরের বলাই বাজারের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নেক্কার জনক ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
তাদের এই উদ্দেশ্যে সফল হবে না জানিয়ে বর্তমান সরকার এসকল অপশক্তির মোকাবেলা করতে সব সময় প্রস্ত্তত রয়েছে। বৃহঃপতিবার দিনাজপুরের কাহারোল উপজেলার ঈশানপুর মুঠুনি হাট দূর্গা মন্ডপ সংস্কার বাবদ ১০ হাজার টাকার চেক পূজা পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রদান কালে পূজা মন্ডপে আগত পূজারী ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। পূজা মন্ডপ পরিদর্শন ও চেক প্রদানে সফর সঙ্গী ছিলেন সাংসদের সহধর্মীনি গীতা রানী শিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মনসুর আলী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ রাজেন্দ্র দেবনাথ, আওয়ামী লীগ নেতা আবুল কালাম হাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেলসহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়াও সাংসদ কাকর দূর্গা পূজা মন্ডপ সংস্কার বাবদ পূজা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১০ হাজার টাকার চেক প্রদান করেন পরে ভরন্ডা জামতলী গ্রামে অগ্নি কান্ডে ভূষিভুত পরিবারদের ঘরবাড়ি পরিদর্শন ও পরিবারদের সমবেদনা জ্ঞাপন করেন। অগ্নিকান্ডে ভূষিভুত প্রত্যেকটি পরিবারকে ৩ হাজার টাকা ১ বান করে টিন প্রদান করার আশ্বাস দেন।
আপলোড-২৫অক্টোবর, ১২