বড়াইগ্রামে ৩ জন যুবকের সাজা

0
220
Print Friendly, PDF & Email

আশরাফুল ইসলাম আশরাফ ,বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে বৃহস্পতিবার ৩ যুবককে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত৷ সাজা প্রাপ্তরা হলেন চরগোবিন্দপুর গ্রামের মৃত ফরিদ প্রামাণিকের ছেলে ওমর ফারুক (২৮), মৃত শহিদুল্লার ছেলে কাবিল হোসেন (৩২) ও আব্দুল্লাহ (২৩)৷

বড়াইগ্রাম থানার এএসআই মাহাবুব আলম জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আদগ্রাম থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক, কাবিল ও আব্দুল্লাহকে আটক করা হয়৷ পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার আলম ওমার ফারুককে ৯ মাস কারাদন্ড দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একমাস এবং কাবিল ও আব্দুল্লাহকে ৬ মাস করে কারাদন্ড এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ডাদেশ দেন৷

সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন