চোরাগোপ্তা হামলার অভিযোগে রাজশাহীতে ৩ শিবির কর্মীকে আটক

0
211
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ডেস্ক রাজশাহী:
রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বিনোদপুর এলাকা থেকে বুধবার রাত ১১টার দিকে ৩ শিবির কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকরা হলেন- মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে মানিক মিয়া (২২), মনিরুজ্জামানের ছেলে আশিকুর রহমান (২৪) ও আবদুল গাফফারের ছেলে জাহাঙ্গীর আলম (২০)।
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হামিদ জানান, আটকরা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আটকের পর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত পৌণে ১২টার দিকে তাদের মতিহার থানায় সোপর্দ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহানগরীর বিভিন্ন স্থানে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর ছাত্রশিবির চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। এ সন্দেহে তাদের আটক করা হয়েছে।

আপলোড ২৬ অক্টোবর১২, নিউজরুম

শেয়ার করুন