রুপসীবাংলা ডেস্ক খুলনা :
খুলনার কোরবানির হাটে এক বিক্রেতা তার ছাগলের দাম চেয়েছেন ১ লাখ টাকা। ক্রেতারা ৮০ হাজার টাকা দাম বললেও মালিক লাখ টাকার নিচে বিক্রি করতে রাজি নন। বৃহস্পতিবার দুপুরে খুলনার সবচেয়ে বড় পশুর হাট জোড়াগেটে এ ছাগলটি নিয়ে আসেন যশোরের নওয়াপাড়ার খেয়াঘাট এলাকার মো. একরাম শেখ বাবুল।
মো. একরাম শেখ বাবুল জানান, তিনি তার শখের ছাগলটিকে লাখ টাকার নিচে বিক্রি করবেন না। যদিও ক্রেতারা ৮০ হাজার টাকা পর্যন্ত দাম বলছেন। এদিকে ছাগলটির দাম ১ লাখ টাকা চাওয়ায় পশুর হাটের উৎসুক অনেকেই এ ছাগলটিকে দেখতে ভিড় জমায়।
আপলোড ২৬ অক্টোবর১২, নিউজরুম