৬ নভেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ করবে বিএনপি

0
213
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ডেস্ক ঢাকা
প্রধান বিরোধীদল বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি‘র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আগামী ৬ নভেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ করবে বিএনপি। এরপর ৭ নভেম্বর সকাল ৬ টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওইদিন সকাল ১০টায় বিএনপি‘র চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতারা শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন।
দিবসটি উপলক্ষে ৮ নভেম্বর রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র‌্যালি বের করবে ছাত্রদল। দিবসটির গুরুত্বারোপ করে বিভিন্ন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়াও দলের অন্য অঙ্গসংগঠন এ দিনকে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকত উল্লাহ বুলু, মাহবুবউদ্দীন খোকন প্রমুখ।

আপলোড ২৬ অক্টোবর১২, নিউজরুম

শেয়ার করুন