আশরাফুল ইসলাম আশরাফ ,বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে মলম পার্টির খপ্পরে সর্বস্বানত্ম ৭ নির্মান শ্রমিকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েভর্তি করা হয়েছে৷ বুধবার ট্রাকযোগে (মেহেরপুর ট ১১-০০২৮) ঢাকা থেকে ফেরার পথে দুপুর যমুনা সেতুর পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে৷ট্রাক চালক শামীম হোসেন জানান, চট্রগ্রাম থেকে সার নিয়ে মেহেরপুর আসার পথে জয়দেবপুর এলাকায় যানজটের কারণে থেমে যায়৷ এসময় ১০ নির্মান শ্রমিক বাড়ি ফেরার গাড়ী না পেয়ে ট্রাকে নেয়ার অনুরোধ করে৷ ট্রাক মেহেরপুর যাবে বললে তারা বড়াইগ্রামের বনপাড়ায় নেমে যাবে বলে জানায়৷ পরে তাদের জনপ্রতি ৫০/- টাকা ভাড়া মিটিয়ে রওনা হই৷ যমুনা সেতুতে এসে হেলপার ভাড়া নিতে উপরে গিয়ে দেখেন ১০ জনের মধ্যে ৭ জন আছেন এবং তারা ঝিমুচ্ছেন ৷ এরপর তাদেরকে ৩টার দিকে নিয়ে এসে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করি৷
খপ্পরে পড়ে সর্বস্বানত্ম ৭ জন হলেন চাপাইনবাবগঞ্জের ইসলামপুর গ্রামের নাইমুলের ছেলে শাহজালাল (১৮), শরিফুলের ছেলে সোহেল (২০), আব্দুর রাজ্জাকের ছেলে আল-আমীন (২০), খাইরম্নলের ছেলে রণি (৩০) ও জহুরম্নল (২৭) এবং চাটাইমুড়ি গ্রামের মোশারফের ছেরে সনি (২০) ও কাশেমের ছেলে আলাল (২০)৷
বড়াইগ্রাম হাসপাতালের দায়িত্বরত চিকিত্সক ডাঃ আলমগীর হোসাইন খান জানান, তাদেরকে পয়জন মিশিয়ে কিছু খাওয়ানো এবং পরে চোখে মলম লাগানো ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে৷ চিকিত্সা চলছে তারা দ্রম্নতই সুস্থ্য হয়ে উঠবেন৷
সম্পাদনা আলীরাজ/ আরিফ