“বাংলাদেশ সম্প্রিতির লীলা ভূমি”- এমপি আব্দুল কুদ্দুস

0
261
Print Friendly, PDF & Email

আশরাফুল ইসলাম আশরাফ ,বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক:
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম ) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেছেন, বাংলাদেশে সম্প্রিতির লীলা ভূমি, এখানে ধর্ম যার যার হলেও উত্‍সব হয় সবার৷ সম্প্রিতির কারনেই ঈদ, পূঁজা, বড়দিন একক ধর্মীয় উত্‍সবে হিন্দু, মুসলীম, খৃষ্টান সকল ধর্মের লোকেরা অংশ নেয় সেই উত্‍সবে৷ তিনি মঙ্গলবার রাতে বড়াইগ্রাম উপজেলার দিয়ারপাড়া দূর্গা মন্দির পরিদর্শন কালে আয়োজিত সভায় এসব কথা বলেন৷ মন্দির কমিটির সভাপতি শচীন্দ্রনাথ পালের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম, বনপাড়া পৌরমেয়র জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খয়ের উদ্দিন মোলস্না, ইউপি চেয়ারম্যান খোকন মোলস্না, মমিন আলী, আ’লীগ নেতা আব্দুল কুদ্দুস, অধ্যৰ আব্দুর রাজ্জাক প্রমূখ৷

সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন