ব্রিটনির বিয়ে!

0
217
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, বিনোদন ডেস্ক :
দীর্ঘ তিন বছর ডেট করার পর গত বছর ডিসেম্বরে ট্রাওয়েকের সঙ্গে বাগদান সম্পন্ন করেন ব্রিটনি। সম্প্রতি জানা গেছে, আমেরিকার এক্স ফ্যাক্টর শোটি শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। পপ তারকা ব্রিটনি স্পেয়ারর্স তার বন্ধু জেসন ট্রাওয়েকের সঙ্গে গাঁটছড়া বাঁধার উদ্দেশ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। আর তাই এর জন্য তিনি বিশেষ ডায়েট করছেন।
এক সূত্রের মাধ্যমে জানা যায়, ‘এক্স ফ্যাক্টর বিচারক এখন থেকেই নিজের শরীরের প্রতি বিশেষ নজর রাখা শুরু করেছেন। তিনি ব্রাইডজেলা ডায়ট করছেন যেন বিয়ের দিন তাকে দেখতে সবচাইতে আকর্ষনীয় লাগে।’ বিয়ের দিনে তার চেহারা এবং আউটফিট নিয়ে পুরোই সচেতন তিনি।
এক্স ফ্যাক্টর শেষ হবার সপ্তাহ খানেকের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন এ পপ তারকা।

নিউজরুম

শেয়ার করুন