৩০ অক্টোবর চালু হচ্ছে ফোরজি

0
309
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ডেস্ক রির্পোট :
ইউরোপের মোবাইল অপারেটর ইই এবারে ফোরজি নেটওয়ার্কের বাস্তবায়নের পুরো প্রস্তুতি চূড়ান্ত করেছে। আর তাই ঝুলে থাকা দামের বিষয়টিও গ্রাহকদের সামনে তুলে ধরা হয়েছে। প্রতিমাসে ন্যূনতম ৩৬ ইউরো গুণতে হবে ফোরজি সেবা পেতে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
তবে আপাতত এ সেবা অভ্যন্তরীণ কল এবং এসএমএসের জন্যই প্রযোজ্য। ন্যূনতম এ প্যাকেজ সেবা আগামী ৩০ অক্টোবর থেকে উপভোগ করতে পারবেন ইউরোপের ফোরজি প্রত্যাশীরা। এ প্যাকেজে ৫০০ মেগাবাইট পর্যন্ত ডাটা অ্যালাওয়েন্স পারে গ্রাহকেরা। থ্রিজি প্রযুক্তির তুলনায় ফোরজি আরো কয়েকধাপ এগিয়ে। ডাটা ডাউনলোড এবং ইন্টারনেট গতির প্রশ্নে থ্রিজিকে ছাড়িয়ে যাবে ফোরজি। অনলাইনে কোনো বাফারিং টাইম ছাড়াই রিয়েল টাইম ভিডিও এবং অডিও প্লে নিশ্চিত করবে ফোরজি নেটওয়ার্ক।
প্রসঙ্গত, গত বছর নিলামের মাধ্যমে সর্বোচ্চ দামে এবং সবচেয়ে সাশ্রয়ী দামে ভোক্তাদের এ সেবা দেওয়ার অগ্রাধিকার পায় ইই অপারেটর। নতুন স্পেকট্রামের আওতায় ফোরজি সেবা পেতে ইউরোপের ভোক্তারা এখন প্রস্তুত। এ ফোরজি দিতে ওটু এবং ভোডাফোন অপারেটরও নিলামে অংশ নেয়।

নিউজরুম

শেয়ার করুন