নওগাঁয় হেরোইন ও ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
236
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেন, নওগাঁ ২৪ অক্টোবর:
নওগাঁ পৃথক অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন ও ৩০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর । সোমবার সন্ধ্যায় জেলার মহাদেবপুর উপজেলার বাগচারা নামক স্থানে জননী অটোরাইস মিলের সামনে রাজশাহী থেকে নওগাঁগামী রকি নামক যাত্রীবাহি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-০৭৯৩) তল্লাশী চালিয়ে পলেথিনের মধ্যে বিশেষ কৌশলে রাখা ৫’শ গ্রাম হেরোইনসহ মোস্তফা (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোস্তফা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শারাংপুর গ্রামের আব্দুস ছালামের পুত্র।
অপরদিকে সন্ধ্যা ৭টায় রাজশাহী থেকে নওগাঁগামী অপর একটি বাসে (সিলেট-জ-১১-০৪৩০) তল্লাশী চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ সোহের রানা (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে মহাদেবপুর সার্কেল। গ্রেফতারকৃত সোহেল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর হাটখোলা গ্রামের আবুল কালামের পুত্র। এ ব্যাপারে রাতেই মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সুপারিনন্ডেন্ট শহিদুল মান্নাফ কবির জানান,দূর্গাপূজাকে সামনে রেখে এসব মাদকদ্রব্য নওগাঁয় আসছিল এমন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

সম্পাদনা , আলীরাজ/ আরিফ, নিউজরুম

শেয়ার করুন