১৫ লাখ টাকার জাল নোট ও ডলার-পাসপোর্টসহ আটক ৭

0
233
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা ২৪ অক্টোবর:
মঙ্গলবার রাতে পৃথক দু’টি ঘটনায় রাজধানীর গুলিস্তানের জিপিও এলাকা থেকে ১৫ লাখ টাকার জাল নোটসহ তিন জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশের এক অভিযানে ওইসব জাল নোটসহ তাদের আটক করা হয়। অপরদিকে বিপুল পরিমাণ অর্থ ও পাসপোর্টসহ লিবিয়ার তিন নাগরিক ও বাংলাদেশি এক নারী মডেলকে আটক করা হয়েছে।
রাজধানীর গুলিস্তানের জিপিও এলাকা ও বনানীর লেক শোর হোটেল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৯৫টি বাংলাদেশি পাসপোর্ট, এক লাখ ৮১ হাজার মার্কিন ডলার ও ১০ লাখ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটক লিবিয়ার তিন নাগরিক হলেন ওমর, মোবারক ও সামির এবং বাংলাদেশি মডেল প্রিয়াঙ্কা (২৫)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন।

নিউজরুম

শেয়ার করুন