রুপসীবাংলা, অর্থনীতি ডেস্ক :
অনুমোদিত ডিলার শাখা ব্যতিত অনুনোমদিত কোন ব্যাংক শাখাকে বৈদেশিক মুদ্রায় লেনদেন এবং ক্রয় বিক্রয় সংক্রান্ত কোন লেনদেন না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে অনুনোমদিত এসব শাখাকে কোন ধরনের বৈদেশিক বাণিজ্য করতে নিষেধ করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সাম্প্রতিককালে কোন কোন নন এডি শাখা বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে বলে দেখা যাচ্ছে। অথচ ব্যাংক শাখা খোলার সময় এ সংক্রান্ত অনুমতি নিতে হয়। তাই অনুমোদন ছাড়া বৈদেশিক মুদ্রায় লেনদেন বা বাণিজ্য কোনভাবেই ওইসব শাখা করতে পারে না।
নিউজরুম