ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০ কিলোমিটারে যানজট

0
346
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, টাঙ্গাইল ২৩ অক্টোবর :
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব পার মহাসড়ক থেকে মির্জাপুর গোড়াই পর্যন্ত প্রায় ৪০ কিমি রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই এ যানজটের কারণে ৩ ঘণ্টার পথ যেতে সময় লাগছে ৬-৭ ঘণ্টা। এ সময় যানজটে আটকা পরা যাত্রী ও গরু ব্যবসায়ীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের ১৬টি জেলার ২১টি রুটের যানবাহন চলাচল করছে। আসন্ন ঈদ ও পূজার কারণে রাস্তায় গাড়ির চাপ অতিরিক্ত বেড়ে যাওয়ায় এবং বিভিন্ন দুর্ঘটনার কারণে এ যানজট বলে জানা গেছে। এছাড়া হাইওয়ে রাস্তায় স্প্রিড ব্রেকারে গাড়ির গতি কমে যাওয়াও যানজটের অন্যতম কারণ বলে সংশ্লিষ্টদের ধারণা। এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান, “এ রুটে ট্রাক চলাচল অতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট মুক্ত রাখতে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।”এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী মিয়া জানান, “মঙ্গলবার সকালের দিকে একটি ট্রাক রাস্তায় বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়।

নিউজরুম

শেয়ার করুন