নয়ন, দিনাজপুর ২৩ অক্টোবর :
দিনাজপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশের ভাবমূর্তি বিনষ্ট ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার লক্ষ্যে একটি মহল পায়তারা করছে। বর্তমান সরকার সাম্প্রদায়িক শক্তি নস্যাতের যে কোন ষড়যন্ত্র প্রতিহত করবে।
তিনি আরও বলেন বাংলাদেশ অসম্প্রদায়িক দেশ। স্বাধীনতা বিরোধী এ ষড়যন্ত্রকারীদের চিহ্ণিত করে প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহবান জানান।
সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নম্বর সুন্দরপুর ইউনিয়নে উত্তর পয়েশ শাহী জামে মসজিদের ছাঁদ ঢালাই কাজে উদ্বোধন শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় উপজেলা যুগ্ম সম্পাদক মনসুর আলী, ৫নম্বর সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মোঃ হামিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আরিফ, হাসকালাম, মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ মসজিদ পরিচালনা পর্ষদ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সাংসদ একই ইউনিয়নে সুন্দরপুর হিন্দুপাড়া কালিমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ও ইউনিয়নের সকল দূর্গামন্ডপ পরিদর্শন করেন।
সম্পাদনা আলীরাজ/ আরিফ, নিউজরুম