বিধাতা

0
208
Print Friendly, PDF & Email

-রাকিবুল ইসলাম (রিপন),

বিশ্ব জগৎ সৃজিলেন যিনি,
আসমান জমিন সর্বদা তিনি ।
আজান শুনে যাই ছুটে যাই
মসজিদের ঐ প্রাণে,
নামায পড়ে শান্তি যে পাই
আত্নার ঐ মাঝখানে।
তোমার নামের মর্ম মোরা
কখনো না যেন ভুলি ,
খোদা তমি দাও মুখে দাও
তোমার নামের বুলি ।
সুখ আসে, দুঃখ আসে
তুমি থাক সবার পাশে ।
তুমি বড়, তুমি মহান
জগৎ ভরা নেয়ামত
সব তোমারই দান।
তোমার দেওয়া আমার জীবন
একদিন জানি হবেই মরণ ।

শেয়ার করুন