সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রেলের বর্ধিত ভাড়ার পুনঃ বিবেচনার দাবীতে শামত্মাহার রেলওয়ে জংশনে লিফলেট ক্যাম্পেইন

0
190
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেন, নওগাঁ ২৩ অক্টোবর :
সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রেলের বর্ধিত ভাড়ার পুনঃ বিবেচনার দাবীতে শান্তাহার রেলওয়ে জংশনে লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১০টায় বেসরকারী সংস্থা রানি ও জননীর উদ্যোগে রাজশাহীগামী বরেন্দ্র এক্স্রপ্রেসে এবং ষ্টেশনে এ ক্যাম্পেইন এর আয়োজন করে। এ সময় রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক রায়হান আলম, জননীর চেয়ারম্যান আকরামুল ইসলাম প্রমুখ।
লিফলেট ক্যাম্পেইনে বলা হয়, সরকার ৫০ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা বললেও বাস্তবে শতভাগ বা কোন কোন ক্ষেত্রে আরও বেশী ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তাই ভাড়া পুনঃ বিবেচনার করে পূর্বের চেয়ে ২০ ভাগ ভাড়া বাড়িয়ে যাত্রীসেবার মান বৃদ্ধি করতে হবে।

সম্পাদনা আলীরাজ/ আরিফ, নিউজরম্নম

শেয়ার করুন