রুপসীবাংলা আর্ন্তজাতিক, ২৩ অক্টোবর :
আগামী ৬ই নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব তৃতীয় এবং সর্বশেষ বিতর্কে বারাক ওবামা এবং মিট রমনী কিছুক্ষণ হল মুখোমুখি হয়েছে।
তাদের এবারের বিতর্কে মার্কিন পররাষ্ট্রনীতিই হবে মুখ্য বিষয়। আর লিবিয়া এবং ইরান ইস্যুই মুল আলোচনার কেন্দ্রে রয়েছে। বিতর্ক শুরুর কিছুক্ষণ আগে সংবাদদাতারা জানান, আলোচনায় থাকবে চীনের দ্রুত বর্ধনশীল অবস্থা এবং একই সাথে সিরিয়া ও আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতিও। ৯০ মিনিটের ওই টেলিভিশন বিতর্কটি অনুষ্ঠিত হচ্ছে ফ্লোরিডা অঙ্গ-রাজ্যের বোকা র্যাটনে। আশা করা হচ্ছে ৬ কোটির বেশি দর্শক বিতর্কটি সরাসরি দেখবেন।
এদিকে রোববারে একটি জনমত জরীপে দেখা যাচ্ছে বারাক ওবামা এবং মিট রমনী দুজনেই ৪৭ শতাংশ সমর্থন পেয়ে সমান অবস্থান রয়েছেন। আজকের বিতর্কটি অনুষ্ঠিত শুরু হয় লীন বিশ্ববিদ্যালয়ে, স্থানীয় সময় রাত ন’টায়।
নিউজরুম