রুপসীবাংলা, মানিকগঞ্জ ২৩ অক্টোবর :
ঢাকা-আরিচা মহাসড়কের কাজ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সব মহাসড়ক এই মূহুর্তে যানবাহন চলাচলের জন্য উপযোগী। রাস্তার জন্য কোন যানজট হচ্ছেনা। তিনি দাবি করেন দায়িত্ব নেয়ার দশমাসে তিনি রাস্তার অনেক উন্নতি হয়েছে।
তবে দশ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়। তিনি বলেন যানজট ও দুর্ঘটনার বিরুদ্ধে অনেক করণীয় আছে, আমরা চেষ্টা চালাচ্ছি। আমারা কিছুই করতে পারিনি এমনটি ঠিক নয়। তিনি বলেন সমালোচনা করতে হবে দায়িত্ব নিয়ে। অসৎ উদ্দেশ্যে সমালোচনা করা ঠিক নয়।
তিনি আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঝুকিপূর্ণ বাক প্রশস্তকরণ কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন। এসময় মন্ত্রীর সাথে জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিন আহমেদ, পুলিশ সুপার মো: আলী মিয়া, মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন উপস্থিত ছিলেন।
নিউজরুম