সিরাজগঞ্জ ও নেত্রকোনায় সড়ক দূর্ঘটনায় নিহত ৪, আহত ১৮

0
375
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা ডেস্ক ২৩ অক্টোবর :
সিরাজগঞ্জের নলকায় ও নেত্রকোনা- ময়মনসিংহ মহাসড়কে সড়ক দূর্গটনায় চালকসহ ৪ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৯ টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি থেকে ব্যবসায়ীদের নিয়ে বেলকুচি কাপড়ের হাট গামী রুহান পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ সড়কের নলকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কালু নামের এক চালক ও সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী মারা যায় এবং অন্তত ২০ জন ব্যবসায়ী আহত হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকা জনক।
অপরদিকে নেত্রকোনা- ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় বিআরটিসি বাসের চাপায় এক পথচারী মারা গেছেন। পথচারী হচ্ছেন , চল্লিশা গ্রামের আব্দুর রাজ্জাক (৪২)। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক ( এস আই) জুলফিকার আলী জানান, আজ সকাল সোয়া ৭টার দিকে নেত্রকোনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী (রংপুর -ব-১১-০০১৩) একটি যাত্রীবাহী বিআরটিসি পরিবহনের বাসটি চল্লিশা বাজারে পথচারী রাজ্জাককে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৯টার দিকে রাজ্জাককে মৃত ঘোষনা করেন। ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় বলে জানান, এস আই।

নিউজরুম

শেয়ার করুন