রুপসীবাংলা রাজবাড়ী ২৩ অক্টোবর :
রাজবাড়ী সদর ও দৌলতদিয়া উপজেলায় মঙ্গলবার সকালে পৃথক দুর্ঘটনায় ২টি শিশু মারা গেছে।
এর মধ্যে মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওসমান সর্দারের ছেলে সাব্বির সর্দার (১০) ও সকাল ১০টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (১২) আরেকটি শিশু মারা যায়।
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুত আলম বাংলানিউজকে জানান, স্থানীয় ৭ ব্যক্তি কোরবানি দেওয়ার জন্য একটি মহিষ কিনে সাব্বিরের বাবার কাছে রেখে যান। সাব্বির সকালে মহিষটিকে খাওয়ানোর জন্য এর পিঠে চরে পার্শ্ববর্তী মাঠে যাচ্ছিল। এসময় স্থানীয় বাবলু দেওয়ানের ধানের ক্ষেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে মহিষটির শরীর জড়িয়ে যায়। এতে সাব্বির এবং মহিষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই রাজবাড়ী বিদ্যুৎ কার্যালয়ে খবর দেওয়া হয়। পরে তারা এসে সাব্বির ও মহিষটিকে বৈদ্যুতিক তার থেকে বিচ্ছিন্ন করেন। অপরদিকে, সকাল ১০টার দিকে দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের চাপায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় একটি শিশু মারা যায়।
নিউজরুম