খুলনা ও গোপালগঞ্জ ২ নারীসহ ২ শিশু নিহত

0
227
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ডেস্ক ২৩ অক্টোবর :
মঙ্গলবার খুলনার জগিপুল এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ এক মা নিহত হয়েছেন। সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার গদাইখালী ব্রিজের কাছে ট্রাকচাপায় শুকুরন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার গদাইখালী ব্রিজের ২ কিলোমিটার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কের দু’পাশে বেশ কিছু সংখ্যক যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এএইচএম সালাউদ্দিন জানান, মহাসড়কের ওই স্থানে রাস্তার ওপর শুকুরন বেগম ধান শুকাচ্ছিলেন।
এ সময় গোপালগঞ্জগামী একটি মাছের কার্টুন ভর্তি ট্রাক শুকুরন বেগমকে চাপা দেয়। এতে সে মারাতœক আহত হয়। স্থানীয়রা ও তার স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই আরও জানান, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

নিউজরুম

শেয়ার করুন