মক্কায় হাজিদের বাসভবনে আগুন, আহত ১৩

0
208
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা আন্তর্জাতিক ডেস্ক :
মক্কায় নয়তলা একটি ভবনে আগুন লেগে ১৩ হজযাত্রী আহত হয়েছেন। ওই ভবনে ভারত এবং মিয়ানমার থেকে আগত হাজিযাত্রীরা অবস্থান করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি বার্তাসংস্থা এসপিএ সোমবার জানায়, ঘটনার সঙ্গে সঙ্গে ১০টি সম্মিলিত অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে।
সোমবার সন্ধ্যায় ভবনটির চারতলার একটি ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়। তবে সূত্রপাতের কারণ জানা যায়নি।
ভবনটিতে থাকা অপর ১৭৯ জন হজযাত্রীর সবাইকে সফলভাবে উদ্ধার করেছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। আহতদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল ওরাবি আল হারতি জানান, উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাজিদের উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজরুম

শেয়ার করুন