নওগাঁর সাপাহারে পশুর হাটে ফ্রি জালনোট পরীক্ষা..

0
217
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেন, নওগাঁ ২২ অক্টোবর :
পবিত্র-ঈদুল-আযহা কোরবানীর ঈদকে সামনে রেখে সাপাহার থানা পুলিশ ও সোনালী ব্যাংকের উদ্যোগে সাধারন মানুষের সুবিধার্থে উপজেলার বিভিন্ন পশুর হাটে ডিটেকটিভ মেশিন দ্বারা জাল নোট পরীক্ষা বুথ স্থাপন করা হয়েছে।
প্রতিটি হাটে উক্ত বুথে জনগনকে ফ্রি সেবা দিতে থানার কয়েকজন পুলিশ ও সোনালী ব্যাংক এর লোকজন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এতে করে প্রতারক চক্রের হাত থেকে সাধারন মানুষ অনেকটাই রক্ষা পাচ্ছে।
সরকারের এ ধরনের মহতি উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। পবিত্র কোরবানী সমাপ্ত হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে বলে সাপাহার থানার পুলিশ অফিসার মোঃ শাহীন রেজা জানিয়েছেন।

সম্পাদনা আনোয়ার হোসেন আলীরাজ/ আনোয়ার হোসেন আরিফ, নিউজরুম

শেয়ার করুন