নওগাঁয় ভুল চিকিৎসায় নির্মান শ্রমিকের মৃত্যু শহর জুড়ে বিক্ষোভ, সড়ক অবরোধ

0
259
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেন, নওগাঁ ২২ অক্টোবর :
নওগাঁয় এক নির্মান শ্রমিকের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে দোষী ডাক্তারের বিচার দাবীতে শহরে প্রধান সড়কওে লাশ নিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
দুপুর সাড়ে ১২ টা থেকে শহওে প্রধান সড়ক অবরোধ করে রাখে তারা। শ্রমিকদেও অভিযোগ দুপুর ১২ টার সময় টাইলস মিস্ত্রি আবু বকর কাজ শহরের একটি বাসায় কাজ করার সময় বুকে ব্যাথা অনুভব করে। এ সময় শহরের গোসত্মহাটি এলাকার নিরাময় মেডিকেল ষ্টোরে ঐ শ্রমিক গেলে ডা: আংগুও হোসেন তাকে একটি ইনজেকসন পুশ করার ১০ মিনিট পর তার মৃত্যু হয়।
ডাক্তারের ভুল চিকিৎসায় তার মৃত্যু ও দোষী ডাক্তারকে আটক করার দাবীতে কয়েক শ নির্মান শ্রমিক লাশ নিয়ে বিক্ষোভ করে। এতে শহরের প্রধান সড়কে ব্যাপক যান জট সৃষ্টি হয়। নিহত নির্মান শ্রমিক চাপাইনবাব গঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে ।

সম্পাদনা আনোয়ার হোসেন আলীরাজ/ আনোয়ার হোসেন আরিফ, নিউজরুম

শেয়ার করুন