নওগাঁর ধামইরহাটে আদিবাসীদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

0
229
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেনস, নওগাঁ ২২ অক্টোবর :
ধামইরহাটে আদিবাসীদের বার্ষিক সমন্বয় সভা গতকাল সমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি বেস্ট অর্গানাইজেশনের (সিবিও) বার্ষিক সমন্বয় সভা আদিবাসী সংগঠন ধামইরহাট উপজেলা পারগানা বাইসি কার্যালয়ে আলমপুর ইউনিয়ন পারগানা চ্যাম্পাই মুরমুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এর ভাইভারসিটি এন্ড ইথনিক মাইনোরোটি লিডারসশিপ ডেভলপমেন্ট প্রকল্পের অধীনের উপজেলার আদিবাসী নেতৃবৃন্দের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী পবল মালো, দিনেশ বাক্সে, উত্তম রাজওয়ারী, পুষ্প হেমরম প্রমুখ।

সম্পাদনা আনোয়ার হোসেন আলীরাজ/ আনোয়ার হোসেন আরিফ, নিউজরুম

শেয়ার করুন