মোফাজ্জল হোসেনস, নওগাঁ ২২ অক্টোবর :
ধামইরহাটে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সামসুজ্জোহা খানের উপর হামলাকারীদের গ্রেফতার ও তার রোগমুক্তি কামনা করে উমার ইউনিয়ন যুবদলের উদ্যোগে গতকাল সোমবার সকালে থানা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উমার ইউনিয়ন যুবদলের সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মাহবুবার রহমান চৌধুরী চপল, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, উপজেলা যুবদল সভাপতি রেজাউল করিম মুসা, মহিলা দলের সভানেত্রী মাজেদা বেগম, উমার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন প্রমুখ। উলে¬খ্য, চলতি বছরের গত ১২ সেপ্টেম্বর নওগাঁ জেলা বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার কারামুক্তি অনুষ্ঠান চলাকালে কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক জেলা বিএনপির সভাপতিসহ ১২/১৩ জন নেতাকর্মী মারাত্মক জখম হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
সম্পাদনা আনোয়ার হোসেন আলীরাজ/ আনোয়ার হোসেন আরিফ, নিউজরম্নম