রুপসীবাংলা, ঢাকা ২২ অওক্টাবর :
৪৫ কোটি টাকা ঋণ খেলাপের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১১ বিবাদীকে তাদের জবাব দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বাদী সোনালী ব্যাংক ৫০ হাজার টাকার কোর্ট ফি দাখিল করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক রবিউজ্জামান আগামী ১৪ নভেম্বর জবাব দাখিলের জন্য এ নির্দেশ দেন।
গত ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
মামলার বিবাদীরা: ড্যান্ডি ডায়িং, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সদ্য প্রয়াত সাঈদ এস্কান্দারের দুই ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহিনা বেগম, মোজাফফর আহমেদ ও গাজী গালিব আব্দুস সাত্তার। বিবাদীরা সবাই ড্যান্ডি ডাইং-এর পরিচালক। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বিবাদীরা ডান্ডি ডাইংয়ের পক্ষে ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক বিবাদীদের আবেদন মঞ্জুর করে ঋণ দেয়।
২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদ সুদ মওকুফ করে। এরপর ঋণ পুনঃতফসিলিকরণও করা হয়। কিন্তু বিবাদীরা ঋণ না দিয়ে বরাবর কালক্ষেপণ করতে থাকেন। মামলায় আরো অভিযোগ করা হয়, ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য চূড়ান্ত নোটিশ দিলেও বিবাদীরা কোনো অর্থ পরিশোধ করেননি।
নিউজরুম