সিংড়া, (নাটোর) ২১ অক্টো্বর :
নাটোরের সিংড়া পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র অধ্যাপক শামিম আল রাজি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরম্ন করেছেন।
শনিবার শতাধিক মোটর সাইকেল‘র একটি বহর নিয়ে উপজেলার ১০নম্বর চৌগ্রাম ও ছাতার দির্ঘী ইউনিয়নের বিভিন্ন জায়গায় পথসভা করেন তিনি। ঈদ ও পূজা উপলক্ষে তার শুভাকাঙ্খিরা উপজেলার ১২টি ইউনিয়নের গ্রাম-গঞ্জে রঙ্গীন পোষ্টার ও ব্যানার ফেষ্টুনে ছেয়ে দিয়েছেন।
দুই দুই বারের নির্বাচিত মেয়র ও বাংলাদেশ পৌর এ্যাসোসিয়শনের (ম্যাব) মহাসচিব নির্বাচিত হওয়ায় সাধারণ জনগনের কাছে ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছেন তিনি। আর একারণেই উপজেলার ৪৪০টি গ্রামে রয়েছে তার বিশাল কর্মী বাহিনী। যদিও নির্বাচন আসতে অনেক দেরী,কিন্তু থেমে নেই নির্বাচনী প্রচারণা। অধ্যাপক শামিম আল রাজির পাশাপাশি সাবেক সাংসদ কাজী গোলাম মোর্শেদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ারম্নল ইসলাম আনু ও কৌশলে নির্বাচনী প্রচারণা শুরম্ন করেছেন। অধ্যাপক শামিম আল রাজি বলেন, জনগণের সহযোগিতা নিয়ে এগুতে চাই এবং অবহেলিত চলনবিল অধ্যুষিত এই জনপদের মানূষের পাশে থেকে কাজ করতে চাই।
আনোয়ার হোসেন আলীরাজ/ আনোয়ার হোসেন আরিফ, নিউজরুম