মোফাজ্জল হোসেন, নওগাঁ ২১অক্টোবর :
নওগাঁর ধামইরহাট সাব রেজিষ্ট্রি অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার টিএন্ডটি এলাকায় এ ভবন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।
এ উপলক্ষে নতুন ভবনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার, উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহ দীবা, পৌর মেয়র আমিনুর রহমান, জেলা সাব রেজিষ্ট্রার শরিফ উদ্দীন, জেলা দায়রা জজের প্রতিনিধি আজিজুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি ফয়সাল রহমান, অধ্যক্ষ শহীদুল ইসলাম, ধামইরহাট সাব রেজিষ্ট্রার শফি হাসান, ওসি হেলাল উদ্দীন, সাংবাদিক মোজাম্মেল হক, আব্দুল আজিজ মন্ডল, হারম্নন আল রশীদ,দলিল লেখক সমিতির সভাপতি মুনজুর রহমান, সম্পাদক পৌর সভার প্যানেল মেয়র ইব্রাহিম হোসেন প্রমুখ।
গণপূর্ত বিভাগের অধীনে ৪০ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে উপজেলা সাব রেজিষ্ট্রি নতুন ভবন নির্মাণ করা হয়।
সম্পাদনা আনোয়ার হোসেন আলীরাজ/ আনোয়ার হোসেন আরিফ, নিউজরুম