মোফাজ্জল হোসেন, নওগাঁ ২১অক্টোবর :
র্যাব ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁর মহাদেবপুর উপজেলার কুতুবপুর নামক স্থান থেকে ১ হাজার ৬০ বোতল ফেন্সিডিল সহ ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৫ টায় গোপন সংবাদেও ভিত্তিতে জয়পুর হাট থেকে ছেড়ে আসা একটি সাদা কার কে র্যাবের টহল দল ও স্থানীয় জনগন মহাদেবপুর হাপানিয়া সড়কে ধাওয়া করে। এ সময় কার ট স্থানীয় কুতুব পুর গ্রামে ঢুকে পড়ে রাস্তায় ফেলে রেখে চালক সহ তিন জন পালিয়ে যায়। পরে র্যাব কারের ভেতওে ১হাজার ৬০ বোতল ফেন্সিডিল সহ ১ টি প্রাইভেটকার উদ্ধার করে। র্যাব-৫এর অভিযান কারী ক্যাপ্টেন আসলাম হোসেন জানান, ঈদ কে ঘিরে রাজধানীর উদ্যেশ্য এসব ফেন্সিডিল নিয়ে যাওয়া হচ্ছিল।
র্যাব ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁর মহাদেবপুর উপজেলার কুতুবপুর নামক স্থান থেকে ১ হাজার ৬০ বোতল ফেন্সিডিল সহ ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৫ টায় গোপন সংবাদেও ভিত্তিতে জয়পুর হাট থেকে ছেড়ে আসা একটি সাদা কার কে র্যাবের টহল দল ও স্থানীয় জনগন মহাদেবপুর হাপানিয়া সড়কে ধাওয়া করে। এ সময় কারটি স্থানীয় কুতুব পুর গ্রামে ঢুকে পড়ে রাস্তায় ফেলে রেখে চালক সহ তিন জন পালিয়ে যায়। পরে র্যাব কারের ভেতরে ১হাজার ৬০ বোতল ফেন্সিডিল সহ ১ টি প্রাইভেটকার উদ্ধার করে। র্যাব-৫এর অভিযান কারী ক্যাপ্টেন আসলাম হোসেন জানান, ঈদ কে ঘিরে রাজধানীর উদ্যেশ্য এসব ফেন্সিডিল নিয়ে যাওয়া হচ্ছিল।
সম্পাদনা আনোয়ার হোসেন আলীরাজ/ আনোয়ার হোসেন আরিফ, নিউজরুম