মোফাজ্জল হোসেন, নওগাঁ ২১অক্টোবর :
জাতীয় স্যানিটেশান মাস উদযাপন উপলক্ষ্যে নওগাঁয় জেলা পর্যায়ে বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীটির নেতৃত্ব দেন, জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। ব্রাক ওয়াস কর্মসুচীর সহযোগিতায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী এর আয়োজন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, আ‘লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আব্দুল জলিল এমপি। জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ একেএম ফজলে রাববী, অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাহফুজ আফজাল, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মালেক, ব্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মহসীন আলী, বক্তারপুর ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। র্যালীতে সরকারী বে-সরকারী কর্মকর্তা ও স্কুল কলেজের সহস্রাধিক ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে।
সম্পাদনা আনোয়ার হোসেন আলীরাজ/ আনোয়ার হোসেন আরিফ, নিউজরুম