বড়াইগ্রাম,(নাটোর) ২১ অক্টোবর :
নাটোরের বড়াইগ্রামে রোববার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লুৎফর রহমান (৪০) নামে এক ব্যবসায়ী নিহত এবং আল আমীন (৩২) নামে অপর ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত আল আমীনকে মূমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের বাড়ি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। এবিষয়ে বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব বাংলানিউজকে জানান, রোববার সকাল ৭টার দিকে মহিষভাঙা এলাকায় ঢাকাগামী একটি খালি ট্রাকের (মেহেরপুর ট ০২-০০২৬) সঙ্গে নাটোরগামী অপর একটি ট্রাকের (ঢাকা মেট্র ড-১১-২১৬৪) মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ব্যবসায়ী লুৎফর রহমান নিহত হন।
এসময় গুরুতর আহত অপর ব্যবসায়ী আল আমীনকে উদ্ধার করে প্রথমে বনপাড়া আমিনা ক্লিনিকে পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকায় স্থানান্তর করা হয়। তিনি জানান, ট্রাক দুটিকে আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিউজরুম