রুপসীবাংলা, বরগুনা ২১ অক্টোবর :
বরগুনা শহরের পিটিআই সংলগ্ন এলাকা থেকে রোববার সকালে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৮ জনকে আটক করেছে র্যাব। এ সময় বেশ কিছু জিহাদি বই ও ছবি উদ্ধার করা হয়েছে। আটকরা হচ্ছেন-বরিশাল জেলার উজিরপুর উপজেলার জালাল উদ্দিন, হানিফ হাওলাদার, মাযারুল, গৌরনদী উপজেলার মোজাম্মেল হক, সজিব শেখ, রাজিব, সালমান খান ও বরগুনা পৌর শহরের অলিউল্লাহ।
র্যাব-৮ এর উপপরিচালক চৌধুরী হামিদ আল-মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন লোক বরগুনা শহরের পিটিআই সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম চালানোর প্রক্রিয়া চালাচ্ছে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে ৮ জনকে আটক করা হয়। পরে বরগুনা থানায় সোপর্দ করা হলে পুলিশি জিজ্ঞাসাবাদে আটকরা জানান, হিযবুত তৌহিদ নামে একটি সংগঠনের ব্যানারে তারা বরগুনায় প্রকৃত ইসলামের দাওয়াতের কাজে নিয়োজিত আছেন। মাসখানেক আগে পিটিআই সংলগ্ন এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে ওই এলাকায় প্রাথমিকভাবে দাওয়াতের কাজ চালাচ্ছেন তারা। আটক ৮ জনের মধ্যে একজন রিকশা চালিয়ে, একজন টিউশনি ও বাকিরা ফেরি করে বই ও ছবি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এ ব্যাপারে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ফকির জানান, হিযবুত তৌহিদ সংগঠনটি নিষিদ্ধ না হলেও তারা ধর্মীয় আচার-আচরণ বহির্ভূত কিছু কার্যক্রম চালাচ্ছে। সে কারণে যেকোনো মুহূর্তে নাশকতা সৃষ্টি হতে পারে। ওসি আরও জানান, হিযবুত তৌহিদের ব্যানারে জঙ্গি তৎপরতার চেষ্টা চলানো হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।
নিউজরুম