রুপসীবাংলা, ঢাকা ২১ অক্টোবর :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির সাবেক চেয়ারম্যান, শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদের অবস্থা সংকটাপন্ন।রাজধানীর বসুন্ধরাস্থ এ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন বিশিষ্ট এ শিক্ষাবিদ।
১৭ অক্টোবর সন্ধ্যায় হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার বড় মেয়ে তাজিন মুরশিদ পিতার সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েন সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামের পুরোধা খান সারওয়ার মুরশিদ। তার বর্তমান বয়স ৯০ বছর। রোববার থেকে লাইফ সাপোর্ট খুলে পর্যায়ক্রমে তাকে চিকিৎসা দেওয়া হবে।
নিউজরুম