রুপসীবাংলা, ঢাকা, ২০ অক্টোবর :
চীন থেকে ফেরার আট দিনের মধ্যে ভারত সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমান মেয়াদে বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথম সফরে ঈদুল আজহার পরদিন আগামী ২৮ অক্টোবর ঢাকা ছাড়বেন খালেদা।
নয়া দিল্লি সরকারের আমন্ত্রণে এই সফর হচ্ছে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন।শনিবার চীন থেকে ফেরার পর গুলশানে খালেদার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রেসসচিব। জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের সফরের কয়েক মাসের মধ্যে ভারত যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। মারুফ কামাল বলেন, “ভারত সরকারের আমন্ত্রণে আগামী ২৮অক্টোবর এক সপ্তাহের সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা।”সফরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন খালেদা। আজমীর শরিফেও যেতে পারেন তিনি।
নিউজরুম