ইরানে সড়ক দুর্ঘটনায় ২১ শিক্ষার্থী নিহত

0
507
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা ২০ অক্টোবর :
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় ২১ শিক্ষার্থী নিহত হন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। দ্রুতগতিতে চলতে থাকা শিক্ষার্থীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় আরও ২৩ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। কর্নেল মোহাম্মদ রেজা মেহমানদার নামের এক পুলিশ কর্মকর্তা শনিবার সংবাদমাধ্যমকে জানান, বৃষ্টিতে পিচ্ছিল রাস্তায় উচ্চগতিতে চ‍ালাতে গিয়ে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এর চালক।
এ সময় বাসটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানান তিনি। রাজধানী তেহরান থেকে ৫শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইজেহ-লরদেগান সড়কে দুর্ঘটনাটি ঘটে।
ইরান বিশ্বের অন্যতম শীর্ষ দুর্ঘটনাপ্রবণ রাষ্ট্র। দেশটিতে প্রতি বছর গড়ে ছোটো বড় চার লাখ দুর্ঘটনায় প্রাণ হারান ২০ হাজারেরও বেশি মানুষ। যানবাহনের বেপরোয়া গতি, যান্ত্রিক ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করা এবং দুর্বল উদ্ধার ব্যবস্থাপনাই এত বেশি সংখ্যক প্রাণহানির কারণ বলে মনে করেন বিশ্লেষকরা।

নিউজরুম

শেয়ার করুন