রুপসীবাংলা, নওগাঁ ২০ অক্টোবর :
নওগাঁর ধামইরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব ষষ্টীর মাধ্যমে শুরু হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা খাতুন জানান, এবার ধামইরহাট উপজেলায় ২৫টি পুজা মন্ডপে দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতিটি মন্ডপে সরকারী সাহায্য হিসেবে ৫শত কেজি চাল বরাদ্দ করা হয়েছে। সুষ্টভাবে পুজা উদযাপনের লক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ সেল খোলা হয়েছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দীন বলেন, পুজা মন্ডপগুলোতে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি মন্ডপে পুলিশ,আনসার ও চৌকিদার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এছাড়া প্রত্যেক ইউনিয়নে পুলিশের একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে মোবাইল টিম কাজ করছে। অন্যদিকে র্যাবের পক্ষ থেকে মন্ডপগুলোতে টহল অব্যহত রয়েছে।
প্রতিবেদক, মোফাজ্জল হোসেন, সম্পাদনা আলীরাজ/ আরিফ, নিউজরুম