রুপসীবাংলা, নওগাঁ ২০ অক্টোবর :
ফরমালিনসহ সকল প্রকার বিষ ও ভেজাল মুক্ত খাবারের দাবী ও নওগাঁ শহরে কমপক্ষে একটি ফরমালিন ও কার্বাইড মুক্ত বাজার স্থাপন করার দাবীতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন শহরবাসী।
গতকাল শনিবার বেলা ১১ টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে সিভিল সোসাইটি ফোরাম নওগাঁ জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক এ্যাড. ফজলে রাববী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তাহমিদুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সিভিল সোসাইটি ফোরামের আহবায়ক এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন, সদস্য সচিব এ্যাড. জাকারিয়া হোসেন, সমাজসেবক মোল্লা মোতাহার হোসেন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি থেকে কঠোর হস্তে ফরমালিনের ব্যবহার দমন করতে প্রশাসনের প্রতি আহবান এবং নওগাঁয় শহরে একটি ফরমলিন ও কার্বাইট মুক্ত বাজার স্থাপনের জোর দাবী জানানো হয়।
প্রতিবেদক, মোফাজ্জল হোসেন, সম্পাদনা আলীরাজ/ আরিফ, নিউজরুম